স্পেন আওয়ামী লীগ নেতার ব্যতিক্রমী আনন্দ সভা

পিবিএ,স্পেন : স্পেনের রাজধানী মাদ্রিদে ২০ জুলাই স্থানীয় সোনার বাংলা রেস্টুরেন্টে ব্যতিক্রমী এক আনন্দ সভা করেছেন স্পেন আওয়ামী লীগ নেতা সায়েম সরকার। গত ১৫ জুন স্পেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সায়েম সরকার প্রথম সন্তান শাখাওয়াত ইসলাম অয়ন জন্ম গ্রহণ করায় এই আনন্দ সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

সায়েম সরকার দম্পতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আনন্দ সভা ও নৈশভোজে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সুরুজ্জামান, শামীম আহমেদ, ফকরুল হাসান, কাজী আলমগীর, রাজনীতিবিদ মোঃ দুলাল সাফা, জহিরুল ইসলাম নয়ন, আব্দুল কাদের ডালি, আয়ুব আলী সোহাগ, শেখ আব্দুর রহমান, জহিরুল ইসলাম, একরামুল জামান কিরণ, জসিম উদ্দিন, রাসেল দেওয়ান, বোরহান উদ্দিন, এমদাদ হোসেন, জাকির হোসেন জাকি, আবু বক্কর, রিপন, আজম কাল, এফ এম ফারুক পাভেল, রফিক খান, তামিম আহমেদ, ফখরুল হাসান, ইফতেখার আলাম, জালাল হোসেন, ফাতেহ আহমেদ, আল মামুন ডালিম, মোঃ বকুলসহ আরো অনেকে।

এ ছাড়া এই আনন্দ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক নেতারা। আয়োজক সায়েম সরকার তার নবজাতক শিশু শাখাওয়াত ইসলাম অয়নকে আশীর্বাদ করতে আসা মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার সন্তানের উজ্জ্বল আগামীর জন্য সবার দুআ কামনা করেন। সভাশেষে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

পিবিএ/কবির আল মাহমুদ/বাখ

আরও পড়ুন...