পিবিএ ডেস্ক : ভারতে পুলওয়ামা কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। কিন্তু পাকিস্তান অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার ইমরান খানের হয়ে ব্যাট ধরতে নামলেন শাহিদ আফ্রিদি।
গত মঙ্গলবার ইমরান খান জানিয়েছিলেন, ‘কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে ৷ ভারত প্রমাণ দিক, তদন্তে সাহায্য করব।’ এই বক্তব্যকেই সমর্থন করেছেন আফ্রিদি। ইমরানের বক্তব্য ট্যুইট করে আফ্রিদি লেখেন, ‘ক্রিস্টাল ক্লিয়ার’। অর্থাৎ পাকিস্তান স্ফটিকের মতোই স্বচ্ছ!
অবশ্য পুলওয়ামাকাণ্ডের পরপরই গৌতম গম্ভীরের বক্তব্য নিয়ে আফ্রিদির প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তখন বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে ইমরান খান মুখ খুলতেই তার সমর্থনে এগিয়ে এসেছেন বুমবুম আফ্রিদি।
পিবিএ/জিজি