স্বজনদের আহাজারিতে মূন্সীগঞ্জের আকাশ ভাড়ি হয়ে উঠেছে


মো: আল মামুন, মুন্সিগঞ্জ থেকে : রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ৩২ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ইতোমধ্যে উদ্ধার হওয়া মরদেহে ৩২ জনকেই তাদের স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের বাড়ী মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় এখন শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে মুন্সীগঞ্জের আকাশ ভাড়ি হয়ে উঠেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।
সোমবার দুপুর দেড়টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে মরদেহ গুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ৩২ মরদেহের মধ্যে ১৯ জন পুরুষ, ৯ জন নারী এবং ৪ টি শিশু।

ফায়ার সার্ভিসের,নৌবাহীনি ও কোস্টগার্ড সূত্রে জানাগেছে , এখন পর্যন্ত ১৯ জন পুরুষ, ৯ নারী এবং ৪ টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ গুলোর পরিচয় নিশ্চিত করে তাদের স্বজজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দূর্ঘটনায়র কবলে পড়া লঞ্চটি মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাট থেকে ছেড়ে এসেছে ফলে দূৃর্ঘটনায় প্রায় নিহত সকলের বাড়ী মুন্সীগঞ্জে। লঞ্জডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

পিবিএ/ মো: আল মামুন/ এমএ

আরও পড়ুন...