‘স্বপ্নবাজি’ ছবি থেকে পোশাক আর ধূমপানের কারণে সরে গেলেন ঐশী

পিবিএ ডেস্ক: শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে রায়হান রাফি নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘স্বপ্নবাজি’। কিছুদিন আগে, এর ফটোশুটে অংশ নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তারকা ঐশী। এতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত ছিল তার নামটিও।

তবে এবার জানা গেল, ‘স্বপ্নবাজি’ ছবিতে অভিনয় করছেন না ঐশী। এ বিষয়ে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ছবিতে অভিনয় করার কথা চূড়ান্তই ছিলো। ছবির জন্য ফটোশুটও করেছি। তবে চুক্তিবদ্ধ হইনি। সম্প্রতি ছবির গল্প নিয়ে নির্মাতার সঙ্গে বসা হয়েছে। দেখলাম, গল্পে আমার চরিত্রের কিছু জায়গায় পোশাক ও ধূমপানের একটা বিষয় আছে। বিষয়টি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। এসব নিয়ে নির্মাতার সঙ্গে কথা বলি। কিন্তু গল্পে উপাদানগুলো জরুরি বলে জানান নির্মাতা। তাই আমি সমঝোতা করে সরে গেলাম।

নির্মাতা রায়হান রাফির সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ছবির গল্পটি বিনোদনজগতের মানুষদের নিয়ে। এটি বড় বাজেটের একটি ছবি। এখানে প্রেম-ভালোবাসা, রাজনীতিসহ অনেক বিষয় উঠে আসবে। গল্পের প্রয়োজনে এখানে অনেক বিষয় টানা হয়েছে। গল্পের কিছু বিষয় নিয়ে ঐশী তার মত প্রকাশ করেছে। কিন্তু গল্পের প্রয়োজনে তা পরিবর্তন করা সম্ভব না। তাই ঐশীকে নিয়ে কাজটি করা হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘ঐশী খুব ভালো মেয়ে। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। এখন হয়নি তো কি হয়েছে। আশা করি, সামনে আমরা একসঙ্গে কাজ করবো।’ জানা গেছে, ‘স্বপ্নবাজি’ ছবিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জান্নাতুল পিয়াসহ অনেকে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...