মোহাম্মদ আলম : কৈশরকাল হচ্ছে স্বপ্ন দেখার বয়স। যখন সেই বয়সেই কেহ অন্যদের স্বপ্ন দেখতে শেখায় তখন তা বিশেষ কিছু। পৃথিবীতে কালেভদ্রে এমন ব্যতিক্রম কিছু ঘটে। কিশোর ফাহিম সেই ব্যতিক্রমদের একজন। যে কিশোর বয়সেই একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দূর্বৃত্ত্বের লোভের বলি হয়েছে ফাহিম। তবে তার স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। লাখো কিশোর তরুণের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে ফাহিম।
আর দশটা কিশোরের চাইতে একেবারেই ভিন্ন ফাহিম। ‘পাঠাও’ এর সহ প্রতিষ্ঠাতা ফাহিমের কথা বলছি। ১৬ বছর বয়সী বাঙালি কিশোর বলতে যা বুঝি। ফাহিম তার থেকে সম্পূর্ণ আলাদা। আজ ভারাক্রান্ত হৃদয়ে লিখতে হচ্ছে প্রয়াত ফাহিম। লোভের বলি ফাহিম। দূর্বৃত্ত্ব তাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, দেহ খন্ড বিখন্ড করেছে।
সে একজন পুরোদস্তুর উদ্যোক্তা। এবং সফল উদ্যোক্তা। এ ক্ষেত্রে মার্ক জোকারবার্গের চাইতেও এগিয়ে আমাদের ফাহিম। আর একজন উদ্যোক্তা হিসেবে নৈতিকতার মানদন্ডে মার্ক জোকারবার্গের চাইতে ফাহিমের অবস্থান অনেক উর্দ্ধে। সহ উদ্যোক্তা হিসেবে ফাহিমের উদ্ভাবিত ‘পাঠাও’ রাইড শেয়ার বিশে^র লাখো তরুনের জীবিকার সংস্থান করেছে। ফেইসবুক যেখানে তরুণের মূল্যবান সময় বিনষ্ট করে। পাঠাও তা করে না। একজন বেকারের কর্মসংস্থান সৃষ্টিতে ভুমিকা রাখে। এখানেই ফাহিমের বৈশিষ্ট অনন্য ।
একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে ফাহিমের অবদান মানব জাতি স্মরণ রাখবে। একজন সফল উদ্যোক্ত হিসেবে ফাহিমের উদ্ভাবন মানুষের কল্যাণে অবদান রাখবে। ফাহিম লাখো কিশোর তরুণের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। ফাহিমের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
পিবিএ/এমএ