নাজমুল হুসাইন, ইবি: পরীক্ষা শুরু হওয়ার মাত্র দুই মিনিট সময় বাকি। ক্যাম্পাসের মেইন গেট থেকে পরীক্ষার হলে পৌঁছাতে সময় লাগবে ৫/৬ মিনিট। ভর্তিচ্ছু শিক্ষার্থী সুরাইয়া সুলতানা’র চোখেমুখে হতাশার ছায়া পরিলক্ষিত হয়। বেলা বারোটার পর পরীক্ষার হলে প্রবেশ সম্ভব নয়। এমন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের ইবি শাখার ‘জয় বাংলা বাইক সার্ভিস’-এর একটি বাইক এসে হাজির। পরীক্ষা শুরু হওয়ার আরও এক মিনিট আগে সুরাইয়াকে পৌঁছে দেওয়া হলো তার পরীক্ষার হলে। শনিবার (১৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার (মানবিক) ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে বেলা বারোটায় ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনে এমন ঘটনা পরিলক্ষিত হয়।
এসময় বাইক সার্ভিস দেওয়া রাইডার ও ছাত্রলীগ কর্মী মেজবাহুল ইসলাম বলেন, আমি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা আজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বাইক সার্ভিসসহ নানারকম সেবামূলক কাজ করছি। তাদের পাশে থাকতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে। যদি এরা চান্স পায় তাহলে হয়তো সারাজীবন ছাত্রলীগের এমন সহযোগিতার কথা মনে রাখবে। এটাই বড় প্রাপ্তি, ওদের স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারছি।
এছাড়াও ‘বি’ ইউনিটের পরীক্ষা চলাকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার , স্যালাইনের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন এবং মাস্ক, কলম ও পানি সরবরাহ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগের এধরনের কার্যক্রমে খুশি আগত অভিভাবক ও শিক্ষার্থীরা। মাগুরা থেকে আগত এক অভিভাবক শহীদুল ইসলাম বলেন, মেয়ের পরীক্ষা। তাই খুব সকালে রওনা দিলাম ক্যাম্পাসের উদ্দেশ্য। পথে চিন্তায় ছিলাম কীভাবে কী করবো, বসবো কোথায়। সিট খুঁজবো কিভাবে। এসে দেখলাম মেইন গেটের সামনে অনেক সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর এই সুন্দর উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে সবসময় ছাত্রলীগ থাকবে। আমরা আজ নানাভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করেছি।
তিনি আরও বলেন, পুরো ক্যাম্পাসে মোট পাঁচটি বাইক নিয়ে আজ এই ‘জয় বাংলা বাইক সার্ভিস’ দেওয়া হয়েছে। সামনের দিনে আরও বাড়িয়ে এই সহযোগিতা চলমান থাকবে।