পিবিএ,ঢাকা: রাজধানীর মীরহাজীরবাগে স্বপ্ন সুপার শপে ৩ নারী বিক্রয় প্রতিনিধি অচেতন হয়ে পড়েছে। জেনারেটরেরর ধুয়া থেকে তারা অসুস্থ্য হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এরা হলেন, জেরিন আক্তার বর্ষা (১৯), মৌসুমি (২০) ও তার ছোটবোন জান্নাত (১৮)।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
স্বপ্ন সুপার শপের ম্যানেজার নাহিদা সুলতানা বিভা পিবিএ’কে জানান, সকালে সাড়ে ৯ টায় দোকান খুলেন তিনি। এরপর ওই ৩ বিক্রয় প্রতিনিধি আসে। তখন বিদ্যুৎ ছিলোনা। এজন্য জেনারেটর চালু করা হয়। এর কিছুক্ষণ পরেই জান্নাত বমি করতে শুরু করে। এরপর অচেতন হয়ে যায়। তাকে ধরাধরি করে রিকশায় উঠানোর সময় মৌসুমিও অচেতন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বর্ষাও। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে আসা হয়।
জরুরী বিভাগের দায়িত্বরত এক চিকিৎসক জানান, জেনারেটরেরর ধুয়ার কারণেই এটা হতে পারে। আবার অতিরিক্ত গরম থেকেও হতে পারে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। ঘণ্টাখানেক পরে তাদের অবস্থা দেখে ভর্তি বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্ষা ২ মাস ধরে, মৌসুমি ও জান্নাত ৩ দিন ধরে ওই শপে কাজ করে।
পিবিএ/এইচএ/হক