স্বর্ণের দাম ১৪ দিনের মধ্যে সর্বনিম্ন

দৈনিক ভিত্তিতে গত ১৪ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। আর সাপ্তাহিক হিসাবে বিগত ৫ সপ্তাহের মধ্যে নিরাপদ আশ্রয় ধাতুটির দর নিচু স্তরে পৌঁছেছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ২৩ জুনের পর যা সবচেয়ে কম।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, দেশটির অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে মার্কিন মুদ্রা ডলারের মান বেড়েছে। এছাড়া বন্ড ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে।

এতে আবার ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট। ফলে দাম হারিয়েছে স্বর্ণ।

অবশ্য এ কার্যদিবসের মধ্যভাগে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৫১ ডলার ১৯ সেন্টে।

এর আগে, দিনের শুরুতে গত ১২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় বেঞ্চমার্কটির দাম। আর আগের কর্মদিবসে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটে ১ দশমিক ৪ শতাংশ।

একইদিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ১৯৫০ ডলারে।

আইজির বাজার কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, আগামী কিছুদিনের মধ্যে বৈঠকে বসবেন ব্যাংক অব জাপানের (বিওজে) কর্তারা। সেখানে ইল্ড নিয়ন্ত্রণ নীতি পরিবর্তনের ঘোষণা দিতে পারেন তারা। সেটা ইতিবাচক হলে বৈশ্বিক বন্ড ইল্ড অধিক ঊর্ধ্বমুখী হবে। এতে নন-ইল্ডিং হলুদ ধাতু আরো নিম্নমুখী হতে থাকবে।

আরও পড়ুন...