স্বাধীনতার বিপক্ষের পরিবারের সন্তানকে প্রার্থী দেয়ার প্রতিবাদে আ’লীগের মানববন্ধন

 

 

পিবিএ ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মো. মনিরুজ্জামান সরদারকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বক্তারা, মনিরুজ্জামানের পিতাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দাবি করে মনোনয়ন পরিবর্তন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাজী শাহ জামান বাবুলকে মনোনয়ন দেয়ার দাবি জানান। তারা বলেন, তৃণমূল আওয়ামী লীগ বর্ধিত সভার মাধ্যমে ৩০ ভোট পাওয়া তাজী শাহ জামান বাবুলকে মনোনয়ন দেয়ার সুপারিশ করলেও কিভাবে ২১ ভোট পাওয়া মনিরুজ্জামান সরদারকে মনোনয়ন দেয়া হলো তা বোধগম্য নয়। তারা দাবি করেন, স্বাধীনতার বিপক্ষের শক্তির পরিবারের কাউকে আওয়ামী লীগ মেনে নিতে পারেনা।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান আবুুল কালাম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন বক্তব্য রাখেন।

এদিকে এ প্রসঙ্গে মো. মনিরুজ্জামান সরদার বলেন, আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। দীর্ঘ ৪০ বছর ধরে দল করছি, আমি মনে করি দল আমাকে স্বিকৃতি দিয়েছে। যারা আন্দোলন করছে তারা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই।

পিবিএ/এমআইটি/ জেডআই

আরও পড়ুন...