স্বাধীনতার মার্কা নৌকা,উন্নয়নের মার্কা নৌকা: পথসভায় মেয়রপ্রার্থী আতিকুল

পিবিএ, ঢাকা: স্বাধীনতার মার্কা নৌকা,উন্নয়নের মার্কা নৌকা। এই নৌকার কোন ব্যাকগিয়ার নেই। নৌকার আছে শুধুই ফ্রন্টগিয়ার। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বালুঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় কথাগুলো বলেন ডিএনসিসি উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, আগামি ২৮ তারিখে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমরা সবাই মিলে একটি সুন্দর নগরী গড়ে তুলব।

আতিকুল ইসলাম আরো বলেন, আমি কখনো আমি মনে করি না, আমি মানে হল আমরা। আমরা সবাই মিলে ঢাকাকে সুন্দর করতে চাই। আমি কাজ করব, আর আপনারা আমাকে সাহস জোগাবেন। আমরা সবাই মিলে সুস্থ, সচল আধুনিক ঢাকা গড়তে পারব।

পথসভায় ঢাকা উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম মানিকদী বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে গণসংযোগ করেন। তাদের মাঝে নির্বাচনী ইশতেহার, লিফলেট ও প্রচারপত্র বিলি করেন।

পিবিএ/বা.খ

আরও পড়ুন...

preload imagepreload image