পিবিএ, খেলাধুলা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা প্রদান করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।
মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড পেজে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা একটি ফটো আপলোড করেন। ফটোর একপাশে দেখা যাচ্ছে ভয়াল ২৫ মার্চের কালরাত্রিকে প্রতীকী আকারে দেখানো হয়েছে। জানালা দিয়ে ভেতরে প্রবেশ করা আলো রক্তাক্ত বাংলার চিত্রকেই তুলে ধরেছে। ফটোর আরেক পাশে দেখা যাচ্ছে ২৬ মার্চ জানালার ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা দৃশ্যমান হয়েছে।
ফটোর উপরে ক্যাপশনে মাশরাফী লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে আইপিএল খেলার জন্য ভারতে অবস্থান করছেন। সেখান থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড পেজে সাকিব লিখেছেন, স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকবো। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
নিজের ফেসবুক পেজে টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্না হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।
সাইলেন্ট কিলার নামে খ্যাত টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এক শুভেচ্ছা বার্তায় লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা।
অতি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লিখেছেন, শুভ জন্মদিন বাংলাদেশ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনায় সকলেই উজ্জীবিত হই।
পিবিএ/এমএস