স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুলিশের রক্তদান কর্মসূচী

পিবিএ,মানিকগঞ্জ: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গ্রাউন্ডে রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে জেলা পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিনসহ শতাধিক পুলিশ সদস্য কর্মসূচীতে রক্ত দেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। মন্ত্রী জাহিদ মালেক সম্মননাপ্রাপ্ত এবং তাদের অবর্তমানে তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মন্ত্রী ছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেরা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সম্মাননাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুর বাতেন, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।

বিকেলে, জেলা পুলিশের সাথে মানিকগঞ্জ প্রেসক্লাবের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ড্র হয় এবং দুদলই যুগ্মচ্যাম্পিয়ন হয়। খেরাশেষে পুলিশ সুপার সকর খেলোয়ারে হাতে ট্রফি এবং সম্মাননা পুরস্কার তুরে দেন।

পিবিএ/এমই/হক

আরও পড়ুন...