পিবিএ , ঢাকা: স্বাধীনতা দিবস ঘিরে রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গুলশান-বনানীতে অবস্থিত স্পর্শকাতর কূটনৈতিক এলাকা সহ রাজধানীর পাশাপাশি সারাদেশের বিভাগীয় এবং জেলা পর্যায়ে এ নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর নগরীসহ রাজশাহী, সিলেট, রংপুর, বগুড়া, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরগুলোতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট শহরের আইন শৃংখলা পরিস্থিতি মনিটরিংয়ের দায়িত্ব জেলা পুলিশ সুপারকে দেয়া হয়েছে। এ নিরাপত্তা ব্যবস্থা আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে।
গতকাল রোববার (২৪ মার্চ) আকস্মিক কোনও ঘোষণা ছাড়াই গুলশান, বনানী বারিধারাসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। রাজধানীর বিভিন্ন মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে পথচারীদের ব্যাগ ও গাড়ি তল্লাশি করতে দেখা যায় পুলিশকে।
বনানী এলাকার এক ফাস্টফুড শপের মালিক যোবায়ের পিবিএকে বলেন, দুপুরের পর থেকে এ এলাকায় পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এছাড়া প্রতিটি গুরুত্বপুর্ণ সড়কের মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। একইভাবে গুলশান এলাকায় রাস্তার মোড়ে গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক, আবাসিক হোটেল, মেস ও বস্তিতে নজরদারি ও তল্লাশি চলছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তার আশপাশে আগের চেয়ে পুলিশ ও র্যাব এবং আনসার সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক পিবিএকে বলেন, গুলশান ও বনানী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবেই এটি করা হয়েছে। ২৬ শে মার্চ উপলক্ষে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান পিবিএকে জানান , নিউজিল্যান্ডে হামলার পর এমনিতেই কূটনৈতিক পাড়াসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। ২৬ মার্চ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর নগরীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে রেখেছে পুলিশ। সংশ্লিষ্ট স্পর্শকাতর ভবনের আশপাশে চলছে পুলিশের নজরদারি। গতকাল রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর নগরীর সব থানা এবং সিএমপি’র বিভিন্ন ইউনিট নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক মাঠে নেমেছে বলে জানান তিনি।
সিএমপি কমিশনার বলেন, ২৬ মার্চ সামনে রেখে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের নির্দেশনা পেয়েছি। এরপর প্রতিটি থানা এলাকায় তল্লাশি জোরদারের নির্দেশ দিয়েছি। বিশেষ করে আবাসিক হোটেল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন যানবাহনের পাশাপাশি সন্দেহভাজন পথচারীর ব্যাগ ও দেহ তল্লাশি করা হচ্ছে। পুলিশ ছাড়াও নগর গোয়েন্দা পুলিশের সদস্যরা এই কার্যক্রমে অংশ নিচ্ছেন।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন পিবিএকে বলেন, আবাসিক হোটেল, মার্কেট, বিপণী বিতানসহ সব জায়গায় তল্লাশির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ পিবিএকে জানান, স্থানীয় দেওয়ান হাট ও বাদামতলী মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেল আরোহীদের ব্যগ ও দেহ চেক করা হচ্ছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয় মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া পিবিএকে বলেন, এ থানা এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে বিমানবন্দর। সন্ধ্যা থেকে বিমানবন্দরের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরের সামনে এবং কাটগড়ে চেকপোস্ট বসানো হয়েছে। বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।
পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী স্বাধীনতা দিবসকে ঘিরে রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহর ও জেলাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশনা পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে পুলিশ সদর দফতর থেকে বিভাগের ডিআইজি ও জেলা শহরের এসপি বরাবরে বার্তা পাঠানোর পরই সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, দেশব্যাপী স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ সকল রাষ্ট্রীয় প্রোগ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে বাড়তি আইন শৃংখলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থায় মোতায়েন রাখা হয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মুফতি মাহমুদ খান পিবিএকে বলেন, স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা কিছু করার প্রয়োজন, তার সবটুকুই র্যাব করবে।
পিবিএ/এমএস