পিবিএ,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সন্তানকে অপহরণের অভিযোগে সাবেক স্বামীসহ স্বজনদের জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন বিলকিছ বেগম নামে এক নারী। লুকিয়ে রাখা শিশু সন্তান মো.আশিক (৯)কে উদ্ধারে ঘটনার মূল রহস্য বেরিয়ে এলে পুলিশ অপরাধীকে আদালতে প্রেরণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করে।
জানা যায়, ‘বিলকিছ বেগমের সাথে স্বামী জাকির হোসেনের বিবাহ বিচ্ছেদের পর থেকে তাকে নানা ভাবে ফাঁসানোর চেষ্টা করে বিলকিছ। চলতি মাসের ১৫ তারিখ বিলকিছ তার সাবেক স্বামী জাকির হোসেনের ও তার স্বজনরা তাকে মারধরা করে শিশু সন্তান আশিককে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করে।
ঘটনার তদন্তে নামে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। অভিযান চালিয়ে অভিযোগকারী বিলকিছ বেগমের বাবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে বুধবার শিশু আশিককে উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো.শাহাদাত হোসেন টিটো বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে বিলকিছ আক্তারের বাবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে লুকিয়ে রাখা শিশু আশিককে উদ্ধার করে। সাবেক স্বামী মো.জাকির হোসেনকে ফাঁসানোর জন্য নিজ সন্তানকে বাবার বাড়িতে সে নিজেই লুকিয়ে রেখে মিথ্যা মামলা দায়ের করেছে।
পিবিএ/এএম/ইএইচকে