পিবিএ ডেস্ক: সামাজিক ভাবে বিয়ে হয়েছিলো তাদের। স্বামী-স্ত্রীর ভালোই মিলে ছিলো। কিন্তু বিয়ের ২৩ দিন পর হঠাৎ করেই উধাও নববধূ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেলো স্ত্রীকে। স্বামীকে ছেড়ে ওই নারী কোথায় গেছে জানেন? সে তার সমকামী বান্ধবীর সঙ্গে থাকতে শুরু করেছে। সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে।
উত্তর প্রদেশের শাহজাহানপুরের এক বাসিন্দা পুলিশে অভিযোগ করেন, তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সোমবার পুলিশ ওই লোকের স্ত্রীকে হরিয়ানার মানেসর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে তার সমকামী সঙ্গীকেও। পুলিশি জেরায় তারা জানিয়েছে, দু’জনেই প্রাপ্তবয়স্ক। পছন্দমত সঙ্গী বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে।
ওই ব্যক্তির স্ত্রী আরো জানান, অনেকদিন ধরেই তার এই সম্পর্ক চলছে। তার বাবা-মা তাকে জোর করে বিয়ে দিয়েছে। এসব শোনার পর পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুন স্বামীর ঘর ছেড়ে নারী সঙ্গীর কাছে চলে আসে সে। ওই দুই নারীর প্রেম চলছে গত চার বছর ধরে। সূত্র: আজকাল
পিবিএ/বাখ