স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে হঠাৎ স্ত্রী গর্ভবতী

পিবিএ ডেস্ক: সত্যযুগে নানা পুরাণ ঘেঁটে আমরা আজগুবি কিছু ঘটনার বিবরণ পেয়ে থাকি যা নিয়ে এই প্রজন্মের ছেলে মেয়েরা হাসি ঠাট্টা করে থাকে। সত্যযুগে ঋষিদের দেওয়া ফল খেয়ে বা তাদের আশীর্বাদে গর্ভবতী হওয়ার নজির অনেক রয়েছে। কিন্তু তাই বলে কলিযুগে এমন ঘটনা?

বিহারের ভাগলপুরে এমন ঘটনাই ঘটেছে। স্বামী সাত মাসেরও বেশি সময় ধরে কলকাতায় কর্মরত। কিন্তু শ্বশুরবাড়িতে থাকা তার স্ত্রী হঠাৎ তিন মাসের গর্ভবতী হয়ে পড়ে। কিভাবে সে গর্ভবতী হয়েছে পরিবারের সদস্যরা জানতে চাইলে তিনি জানায়, স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে হঠাৎ সে গর্ভবতী হয়ে পড়েছে।

এরপর শুরু হয়ে যায় তুমুল অশান্তি। মেয়েটির স্বামী এইসব গাঁজাখুরি গল্প বিশ্বাস করতে মোটেই রাজি নয়। সে তার স্ত্রীকে সন্দেহ করতে থাকে। কিন্তু স্ত্রী তার স্বপ্ন দেখার কথাই বারবার বলতে থাকে। এরপর গ্রামের মোড়লদের নিয়ে সালিশি সভা বসে এবং সেখানে স্বামী তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রাখতে অস্বীকার করে।

এই দম্পতির একটি দেড় বছরের মেয়ে রয়েছে এবং তার পরেও এই ঘটনা ঘটে। এই অবস্থায় আসন্ন বাচ্চাটির DNA টেস্ট করার কথাও ওঠে। পুত্রবধূর মোবাইল ঘেঁটে একটি ছেলের নম্বর পাওয়া যায়। তার স্বামীর বক্তব্য এই সন্তান সেই ছেলেটিরই। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...