স্বামীর অতিরিক্ত ভালোবাসায় তালাক চান স্ত্রী

পিবিএ ডেস্ক: স্বামীর অতিরিক্ত ভালোবাসাই কাল হয়ে দাঁড়িয়েছে সংসার জীবনে। এতো ভালোবাসা সইতে না পেরে তালাক চেয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

দেশটির ফুজাইরার শরিয়া আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন ওই নারী। আদালতে তিনি বলেন, তার স্বামী কখনোই তাকে বকাঝকা করেন না। কোনো কিছুতে কোনোদিন মানাও করেননি তিনি।

বাড়ি-ঘরও তার স্বামীই পরিষ্কার করেন। সব সময় রান্নাও তিনি নিজেই করেন। স্বামীর এই অতিরিক্ত ভালোবাসায় দমবন্ধ লাগছে তার স্ত্রীর। সে কারণেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন।

অভিযোগের সুরে ওই নারী বলেন, এত বছরের সম্পর্কে কখনও একটু ঝগড়াও হয়নি। এভাবে চলতে পারে না। মাঝে মাঝে আমি ইচ্ছা করেই ভুল করি যাতে একটু অশান্তি হয় ঘরে। কিন্তু সব সময়ই তিনি আমাকে ক্ষমা করে দেন। আমার জন্য উপহার নিয়ে আসেন।

আমি চাই আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হোক। সব সময়ই মনে হয় আমার জীবনে কোনো সমস্যা নেই। এভাবে বেঁচে থাকা যায় না। অপরদিকে স্ত্রীকে বেশি ভালোবাসার দায়ে অভিযুক্ত ওই স্বামী বলছেন, ‘আমি কোনো ভুল করিনি। একজন ভালো স্বামীর ঠিক যা যা করা উচিত, আমি সব সময় তাই করেছি।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...