পিবিএ ,সাভার: সাভারের কাঠমিস্ত্রি স্বামীর কুড়ালের আঘাতে নাজমা আক্তার(৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । এ ঘটনায় অভিযুক্ত স্বামী সূর্য জামান বকুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে ।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানায়,পারিবারিক কলহের জের ধরে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতো । আজ বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্বামীর হাতে থাকা কুড়ালে কুপে স্ত্রী মৃত্যু হয় । পরে এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে ।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আজগর আলী পিবিএ’কে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে । স্ত্রীকে হত্যার অভিযোগে ওই ঘাতক স্বামীকে আটক করা হয়েছে । এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
পিবিএ/এলএ/হক