স্বামীর লাশ দাবি করলো সাত স্ত্রী: বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ

পিবিএ ডেস্ক: সংসারে অশান্তির কারণে বেঁচে থাকার আগ্রহটাই হারিয়ে ফেলেছিলেন ৪০ বছর বয়সী পবন কুমার। যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ট্রাকচালক পবন।

সংবাদমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, গত রোববার আত্মহত্যা করতে বিষ খেয়েছিলেন পবন। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় পবনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী।

কিন্তু হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় পবনের। আর তারপরই শুরু হয় বিপত্তি। একের পর এক নারী এসে পবনকে নিজের স্বামী বলে দাবি করতে থাকেন। প্রতিবেদনে বলা হয় এক বা দুইজন নয়, বরং সাত নারী নিজেকে পবনের স্ত্রী বলে দাবি করেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে। স্থানীয় সূত্র জানিয়েছে, পরিবার নিয়ে হরিদ্বারের রবিদাস বস্তি এলাকায় থাকতেন পবন। গত রোববার সন্ধ্যায় বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিছুক্ষণ পরে স্বামীকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাঁর স্ত্রী। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় পবনের।

এরপর পবনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। কিন্তু, মর্গ থেকে মৃতদেহটি বের করে পরিবারের হাতে তুলে দেওয়ার সময়ই বাধে বিপত্তি। আচমকা একে একে সাত নারী এসে পবন তাঁদের স্বামী বলে দাবি করতে থাকেন। বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্মকর্তারা। তবে পবনের কোনো স্ত্রীই জানতেন না যে পবন কুমারের সঙ্গে অন্য নারীদের সম্পর্ক ছিল। একে অপরকে চেনেন না বলেও জানান তাঁরা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...