স্বামীর সঙ্গে ‌অন্তরঙ্গ মুহূর্তে সোনম কাপুর (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: স্বামী সোহাগ একেই বলে। বুঝিয়ে দিলেন সোনম কাপুর। আনন্দ আহুজাকে নিয়ে তিনি মালদ্বীপ গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানেই কেটেছে দুর্দান্ত সময়। সেই ছবি এবং ভিডিও নিজেই শেয়ার করেছেন নায়িকা। এরপরেই যা ভাইরাল হয়ে গেছে।

স্যুইম স্যুটে সোনাম, জড়িয়ে রয়েছেন স্বামীকে। দু’জনে একসঙ্গে ঝাঁপাচ্ছেন স্যুইমিং পুলে। নানাভাবে পুলে ঝাঁপিয়ে চলছে জলকেলি। বেড়াতে গিয়ে যে অনেকটা সময় কেটেছে পানিতে দাপাদাপি করে, সেটা ভালোই বোঝা গিয়েছে। আনন্দের কোলে সোনম, একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছেন বিশাল পুলে। এমনই ভিডিও পোস্ট করেছেন সোনম।

পিবিএ/বিএইচ

https://www.instagram.com/p/B3ZdLVkBBA7/

আরও পড়ুন...