স্বামী-স্ত্রী একসঙ্গে গোসল করার উপকারিতা

পিবিএ ডেস্কঃ সম্প্রতি একটি গবেষণায় একটি চাঞ্চল্য কিন্তু মজাদার তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, যে দম্পতি বা প্রেমিক-প্রেমিকা একসঙ্গে চান করেন তারা বেশিদিন ও সুস্বাস্থ্যের অধিকারি হয়ে বেঁচে থাকেন। না এ কোনও হেয়ালি কথা নয়। এর পিছনে অনেকগুলি বৈজ্ঞানিক ও মানসিক কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আপনার সঙ্গীর সঙ্গে একসঙ্গে চান করলে সম্পর্ক মজবুত হয়, মানসিক ও শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন।

একসঙ্গে গোসল করুনঃ একসঙ্গে গোসল করার পিছনে অনেক ইতিবাচক কারণ রয়েছে যার জন্য আপনারও উচিত আপনার সঙ্গীর সঙ্গে সপ্তাহে একবার অন্তত একসঙ্গে গোসল করার। সেই কারণগুলি কী জেনে নিন ।

ত্বকের সমস্যা আপনার সঙ্গীর চোখে আগে পড়েঃ একসঙ্গে চান করার ফলে আপনার শরীরের সেই সব জায়গা নজর করতে পারেন যা আপনার চোখে যায় না এবং ঢাকা থাকায় অন্য কারোর নজর যাওয়াও সম্ভব নয়।। যেমন ঘাড়, পিঠ, নিতম্ব ইত্যাদি। যদি এই সব জায়গার চামড়ায় কোনও সমস্যা হয় তাহলে তা সবার আগে আপনার সঙ্গীর চোখে পড়ে। সেক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও প্রাথমিক স্তরেই নিতে পারবেন।

দুশ্চিন্তামুক্ত করেঃ আপনি যখন আপনার ভালবাসার মানুষটির সঙ্গে একসঙ্গে চান করেন, তখন শরীর স্পর্ষ হবে এটা খুবই স্বাভাবিক। তখন মস্তিষ্ক শরীরকে সিগন্যাল দেয় চিন্তামুক্ত হওয়ার। ফলে শরীর এইসময় অনেকবেশী রিল্যাক্স হয়। যা অত্যন্ত প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য।

আপনার শরীর সম্পর্কে আপনাকে আরও যত্নবান করেঃ একসঙ্গে গোসল করার সবচেয়ে বড় সুফল হল, শরীরের যে সব জায়গায় আপনি নিজে স্ক্রাব করতে পারেন না বা সাবান লাগাতে পারেন না সেই জায়গায় আপনার সঙ্গী আপনার হয়ে এগুলি করে দিতে পারে। এরফলে ত্বক আরও স্বাস্থ্যকর হয়।

আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেঃ একটা সম্পর্কে দুজনেরই আত্মবিশ্বাস থাকা অত্যন্ত প্রয়োজন। একসঙ্গে গোসল করে দুটি মানুষ আরও কাছে আসে। সম্পর্ক আরও মজবুত হয়, বিশ্বাস তৈরি হয়, এবং এই সম্পর্ক নিয়ে আপনার আত্মবিশ্বাসও ক্রমে বাড়তে থাকে।

হার্টের জন্য ভালঃ হৃদযন্ত্রের সমস্যা আজকাল ঘরে ঘরে। এটি আম বিষয়। আপনার সঙ্গীর সঙ্গে একসঙ্গে চান করাটা এক্ষেত্রে খুবই ফলপ্রসু। কারণ একসঙ্গে গোসল করলে, তা আপনার হৃৎস্পন্দর বৃদ্ধি করে এবং হৃৎপিণ্ডকে আরও সহজ ও স্বাভাবিকভাবে কাজ করতে সাহা্য্য করে। এর ফলে যে কোন অসুখ থেকে আপনার হৃদয় সুরক্ষিত থাকে। হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে।

স্নায়ুকে বিশ্রাম দেয়ঃ যৌন মিলনের মতোই একসঙ্গে গোসল করলে তা স্নায়বিক চাপ প্রশমিত করে।

যৌনমিলন আরও উন্নতমানের করেঃ শুধু যৌন মিলনই যে শরীরে যৌন হরমনোর ক্ষরণ করে তা নয়। শরীরের উন্মুক্ত অংশে অপর লিঙ্গের ব্যক্তির ত্বকের স্পর্ষের জেরেও শরীরে ‘লাভ হরমোন’ মুক্ত হয়। যা আমাদের মনকে আনন্দ দেয় । এবং যৌনমিলনকে আরও উন্নতমানের করে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...