স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ডেঙ্গুতে আক্রন্ত ৩২ হাজার মৃত্যু ২৩ জনের

পিবিএ,ঢাকা: চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম। বুধবার (৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ৩২ হাজার ৩৪০ জন মানুষ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ৮ হাজার ৭০৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৬১০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধু ঢাকায় ১ হাজার ২৭৫ এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫৩ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এখন পর্যন্ত অন্তত ৯০ জনের বেশি রোগীর মৃত্যুর খবর এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে রাজধানীর ৩৮টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৩৮৯ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩১৮ জন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...