স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রশীদকে দুদকের জিজ্ঞাসাবাদ: গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান

পিবিএ,ঢাকা: স্বাস্থ্য খাতে আবজাল সিন্ডিকেটের অন্যতম সদস্য ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবদুর রশীদকে গতকাল বুধবার দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদে তার সম্পদ ও অধিদপ্তরে দুর্নীতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে। আগামী ১৩ ফেব্রুয়ারিতাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক।

জিজ্ঞাসাবাদের বিষয়ে ডা. রশীদ মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি। তিনি শুধু বলেন, ‘যা বলার কমিশনে বলেছি। আমি কোন দুর্নীতির সঙ্গে জড়িত নই। ডা. রশীদ সকাল সাড়ে দশটার দিকে দুদকের প্রধান কার্যালয়ে যান।

স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজদের সম্পদ অনুসন্ধান দলের প্রধান ও দুদকের উপপরিচালক শামসুল আলম বলেন, ‘ডা. রশীদ বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার স্থাবর-অস্থাবর সম্পদের কিছু বিবরণও দিয়েছেন। সেগুলি যাচাই বাছাই চলছে। আগামী ১৩ ফেব্রুয়ারি তাকে ফের জিজ্ঞাসাবাদ করব।’

একই অফিসে কর্মরত আবজাল হোসেনের দুই ভাইকে বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুই ভাই ও তিন শ্যালক নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একক আধিপত্য বিস্তার করেছিলেন আবজাল। তিনি কেরানি পোস্টে চাকরি করে রাতারাতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যান আবজাল ও তার স্ত্রী রুবিনা। রাতারাতি কোটিপতি বনে যাওয়ার মধ্যে আবজালের দুই ভাই ও তিন শ্যালকও। আছেন। এর আগে তাদের তলব করা হলেও হাজির না হওয়ায় আবার চিঠি দিয়েছে দুদক।

 

আরও পড়ুন...