স্বাস্থ্য বিধি না মানায় দোকানদার ও ক্রেতাকে জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিধি না মানায় ২৮ হাজার ১শ ৫০ টাকা জারিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ মে দুপুরে নালিতাবাড়ী তারাগঞ্জ বাজারের কাপরের ব্যাবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি না মেনে ব্যাবসা পরিচালনা করায় ব্যাবসায়ীকে ও মাস্ক না পরায় ক্রেতাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী মেজিষ্ট্রেট আরিফুর রহমান। ১২টি ব্যাবসা প্রতিষ্ঠান ও ৪ জন ক্রেতাকে এ জরিমানা করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়।

করোনা প্রাদুর্ভাবে স্বাস্থ্য বিধি মেনে ব্যাবসা না করায় এ জরিমানা করা হয় এবং এ অভিযান অভ্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান।

পিবিএ/আব্দুল মোমেন/বিএইচ

আরও পড়ুন...