পিবিএ,খোকসা কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসার শোমসপুর বাজারে সিহাবুল ইসলাম মুকুল নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
জানা যায়, সামনে উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং সিহাবুল ইসলাম মুকুল সে বিভিন্ন ইউনিয়নে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে নিয়ে তারা নিজেদের লোকজন কে কমিটিতে আনতে মড়িয়া হয়ে উঠেছিলো। এ কারনে রবিবার দুপুর এর দিকে সিহাবুল ইসলাম মুকুল শোমসপুর বাজারে এলে তাকে চারিদিক থেকে ঘিরে তাকে এলোপাতারি ভাবে কোপাতে শুরু করে ইমরান,রুবেল,সাদমান,রহিম পাটোয়ারিসহ কয়েক জন আওয়ামী লীগ নেতা কর্মীরা।
এসময় বাজারের লোকেরা আহত সিহাবুল ইসলাম মুকুল কে উদ্দার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে যায় এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে গুরুতর বলে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ জনাব এবিএম মেহেদী হাসান পিবিএকে বলেন অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
পিবিএ/সবুজ/হক