স্বেচ্ছা ছুটিতে যাচ্ছেন ববির উপাচার্য


পিবিএ,বরিশাল: স্বেচ্ছা ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক,পদত্যাগ না করায় আন্দোলন অব্যাহত শিক্ষার্থীদের।

উপাচার্য বিরোধী আন্দোলনের প্রকৃতি ১৫ তম দিনে বৃহস্পতিবার (১১ এপ্রিলে) থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্বেচ্ছাছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্যের ব্যক্তিগত সহকারী মনোয়ার হোসেন,পিবিএ কে বলেন গতকাল বুধবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে ছুটি চেয়ে এই আবেদন জমা দেন।। এখন এ ব্যাপারে মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত জানাবে।

এ সময় আন্দোলনরতো শিক্ষার্থীরা বলেন উপাচার্যের পদত্যাগ পত্র অথবা পূর্ণ মেয়াদ এর ছুটিতে না যাওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব।

এদিকে পঞ্চম বারের মত বেলা এগারোটা থেকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ফলে বরিশাল পটুয়াখালী ও ভোলা রোড বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারন মানুষের জনদুর্ভোগ সৃষ্ট হয়।

প্রসঙ্গত গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠানে ভিসির পছন্দের ব্যক্তিরা থাকলেও শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ থাকেনি ।এর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিল করে।পরে বিকেলে এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সাধারণ শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকার বলায় আন্দোলনের শুরু হয়।

 

পিবিএ/জেএম/হক

আরও পড়ুন...