স্মরণীয় সেই ম্যাচের পুরস্কার সেবামূলক প্রতিষ্ঠানকে দান করলেন ওয়ার্নার

পিবিএ ডেস্ক: টি-টেয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে জন্মদিনটি স্মরণীয় করে রাখলেন ডেভিড ওয়ার্নার। ১০০ রান করে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০০ ডলার পাওয়ার পর সেই অর্থ একটি সেবামূলক প্রতিষ্ঠানকে দান করে দেন অস্ট্রেলিয়ান এ ওপেনার।

বল টেম্পারিং কাণ্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে প্রত্যাশিত পারফরমান্স করে অ্যাশেজ সিরিজে টেস্ট খেলেন ওয়ার্নার। শ্রীলংকার বিপক্ষে পেলেন টি-টোয়েন্টি দলে সুযোগ। প্রত্যাবর্তনের দিন এবং নিজের ৩৩তম জন্মদিনে পেলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি।

এমন মহাআনন্দময় দিনে পুরস্কার হিসেবে পাওয়া ৫০০ ডলার একটি সেবামূলক প্রতিষ্ঠানকে দান করে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার।

২০০৪ সালের ২২ ডিসেম্বর মাত্র ৭ বছর ২২দিন বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান জাইদি। তার স্মরণে বাবা-মা একটি সেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা জাইদিস রেইনবো ফাউন্ডেশন নামে পরিচিত। সেই ফাউন্ডেশন অসহায় রোগিদের বিভন্নভাবে সহায়তা করে আসছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...