স্মৃতিশক্তি বাড়াতে খাবেন যে সব খাবার

পিবিএ ডেস্কঃ নিউরো সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় দেখানো হয়েছে, যেসব মোটা মানুষ ছয় মাস ধরে রেসভারেট্রল সাপ্লিমেন্ট খেয়েছেন, বড় তালিকায় লেখা নাম তাঁরা আধ ঘণ্ঢা পরেও বেশ মনে রাখতে পেরেছেন৷ আর যাঁরা খাননিস তাঁরা সে ভাবে পারেননি৷ রেসভারেট্রল প্রচুর পরিমাণে থাকে ডার্ক চকোলেটে। এবং এর আসল কাজ বয়স ধরে রাখা। তার পাশাপাশি মনে রাখার ক্ষমতা বাড়াতেও তার জুড়ি নেই৷

একই কাজ করে ডিএইচএ নামে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড। মাছের তেলে যা ভরপুর থাকে। ফল বা শাকসবজির অ্যান্টিক্সিড্যান্টও কম যায় না। বিজ্ঞানীরা দেখেছেন বয়স হলে মস্তিষ্কের তথ্য চালান করার ক্ষমতা যে কমতে থাকে, তার গতিবেগ থামাতে ও স্মৃতিশক্তি বাড়াতে এসব প্রাকৃতিক খাবার খুবই কার্যকর। গ্রিন টি’র অ্যান্টিঅক্সিডেন্টও এ ক্ষেত্রে কার্যকর।

যে খাবারগুলো আপনার সারা দিনের রুটিনে থাকা উচিত :

দিনে দুই-তিনবার দুধ-চিনি ছাড়া গ্রিন টি পান করুন। এতে মনে রাখার ক্ষমতা বাড়বে, সহজ হবে বয়স ধরে রাখা। দিনে দুইবার টাটকা ফল খান। স্ন্যাক্স হিসেবে খান চার-পাচঁটি করে আমন্ড, আখরোট, কিসমিস। দুপুরে খান মাছ ও টাটকা শাকসবজি। রাতেও তাই। সাথে চলতে পারে চিকেনও।

মাঝে মাঝে খান ডার্ক চকোলেট। ডাক্তারের পরামর্শমতো রেসভারেট্রল সাপলিমেন্টও খেতে পারেন।খোলা জায়গায় মর্নিং ওয়াক করুন। সাঁতার বা জগিংয়েও ফল পাবেন।ডিপ ব্রিদিং, যোগা ও মেডিটেশন করে মন শান্ত রাখুন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...