স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

পিবিএ, ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সেই সাথে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় এই বিজয় সমাবেশ শুরুর কথা রয়েছে।

নির্বাচনের জয়ের পর দলটির নেতাকর্মীদের এটাই প্রথম সমাবেশ। সমাবেশ বেলা আড়াইটায় শুরুর কথা থাকলেও এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ প্রাঙ্গণসহ আশেপাশের এলাকা। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লালসবুজ টি-শার্ট ও ক্যাপ পরে সমাবেশ স্থলে আসতে দেখা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এদিকে, সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর ১২টায়। এর আগে সকাল ১১টায় সমাবেশস্থলে প্রবেশের গেইট খুলে দেয়া হয়।

সমাবেশ উপলক্ষ্যে শনিবার ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের বিভিন্ন গেইটে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মাঠের পূর্বদিকে শিশু পার্কের পাশের গেট দিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিবিএ/এফএস

আরও পড়ুন...