সড়কে বিমা ছাড়া চলতে পারবে না গাড়ি

সড়কে কোনো ধরনের যানবাহনই বিমা ছাড়া আর চলাচল করতে পারবে না। বিমা ছাড়া চললে জরিমানা গুনতে হবে তিন হাজার টাকা পর্যন্ত। এছাড়া পুলিশ চাইলে মামলাও করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আইন সংশোধন হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। সড়কে যানবাহনের মধ্যে মোটরসাইকেল, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও অফিশিয়াল গাড়ি এবং ট্রাকসহ সব ধরনের মোটরযানেরই বিমা করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত সোমবার এ সংক্রান্ত এক চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।

বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলব। এরপর বাকি পদক্ষেপ নেয়া হবে।

আগে সড়কে যান চলাচলে বিমা করা বাধ্যতামূলক ছিল। তবে ২০১৮ সালে আইন করে তা তুলে দেওয়া হয়। গত ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিমা ছাড়া যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে, সেজন্য নির্দেশনা দেন।

আরও পড়ুন...