মোসাব্বির হোসাইন, যবিপ্রবি: চুয়াডাঙ্গা থেকে যশোর আসার পথে ট্রাক চাপায় গত বৃহষ্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান গুরুতর আহত হয়েছিলেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার দিনই জাহিদকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় শরীরে অন্তঃরক্তক্ষরণ ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে গতরাতে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে রাত ১২ টায় চিকিৎসাধীন তিনি অবস্থায় মৃত্যুবরণ করেন।
শিক্ষার্থীরা জানায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে গত বৃহষ্পতিবার সকালে জাহিদ এবং তার দুই সহযোগী ফয়সাল আহমেদ ও আবু সাঈদ চুয়াডাঙ্গা থেকে যশোরে আসছিলেন। আসার পথে একই দিক থেকে আসা চলমান বালির ট্রাক পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায়। ফলে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় জাহিদ বাম পায়ের হাঁটুতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন, পায়ের অনেকগুলো লিগামেন্ট ছিড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
এদিকে শিক্ষার্থী জাহিদের মৃত্যুতে তার পরিবারসহ বিশ্ববিদ্যালয় পরিবারে চলছে শোকের মাতম। এক শোক বাণীতে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিজন শিক্ষার্থী আমার কাছে সন্তানের মতো। সড়ক দুর্ঘটনার বলি হয়ে আমার সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সড়কে মৃত্যুর মিছিল ঠেকানো যাবে না। মেধাবী জাহিদের মৃত্যুতে আমার হৃদয়ে সন্তান হারানোর ক্ষত সৃষ্টি হলো। আমি জাহিদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে জাহিদ হাসানের অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, যবিপ্রবি ছাত্রলীগ, যবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
পিবিএ/এসডি