সড়ক দুর্ঘটনায় প্রাইম ব্যাংকের ম্যানেজার নিহত

পিবিএ,ঢাকা: মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইম ব্যাংকের হাতীবান্ধা শাখার ম্যানেজার শাহিন সাহেদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন সাহেদ জয়পুরহাট জেলার চক গোপাল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাতীবান্ধা আমতলা বাজার এলাকায় বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী শাহিন সাহেদ ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।’

পিবিএ/এফএস

আরও পড়ুন...