পিবিএ, ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় গুলশান থানাধীন বসুন্ধরা গেটের বিপরীত পাশে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল চৌধুরি তূর্য (২২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও বংশালে ট্রাকচাপায় আব্দুর রহমান (৪০) নামের এক পিকআপ চালকের সহযোগী নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আল হেলাল পিবিএ’কে জানান, গতরাত আনুমানিক দুইটার দিকে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড গামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বসুন্ধরা গেটের বিপরীত পাশের রাস্তার ফুটপাতে উপর উঠিয়ে দেয়। এতে ফুটপাতের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এর ভিতরে থাকা তুর্য ও তার মামাতো ভাই ফারদিন (২০) আহত হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তুর্যর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় আর আহত ফারদিনকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, তূর্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। নয়াপল্টন গাজী ভবনে থাকতো সে। এক ভাইয়ের বিয়ে উপলক্ষে প্রাইভেটকারযোগে পাঞ্জাবি গিফট করার জন্য গুলশান এলাকায় যাচ্ছিল সে।
এদিকে বংশাল আলু বাজার মোড়ে একটি মাটির ট্রাক ধাক্কায় গতরাত ৫ টার।দিকে আহত হয় আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৫ টায় মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মোজাম্মেল নামের এক ব্যক্তি জানান, আলু বাজার মোড়ে একটি পিকআপ থেকে মাল উঠানামা করছিল রহমান। পিকআপটির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটির ট্রাক তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পিবিএ/এইচএ/এইচএইচ