সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

পিবিএ,কুড়িগ্রাম: ৪এপ্রিল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজাররহাটে সড়ক দূর্ঘটনায় এক পল্লী চিকৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীরা জানান, গত ৩এপ্রিল বুধবার রাতে উপজেলার নাজিম খান এলাকা থেকে পল্লী চিকিৎসক আঃ বাকী ওরফে বাবলু মিয়া(৪০) মটর সাইকেল যোগে ওয়াজ-মাহফিল থেকে বাড়ী ফেরার সময় তাকে দো-আড়ার ফাঁস নামক এলাকায় একটি ইজিবাইজ পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন গভীর রাতে সে মারা যায়।

পল্লী চিকিৎসক বাবলু মিয়া রাজারহাট ইউনিয়নের বোতলার পাড় গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র বলে জানা গেছে। ৪এপ্রিল বৃহস্পতিবার সকালে বাবলু মিয়ার লাশ বাড়ীতে নিয়ে এলে এলাকাবাসীরা এক নজর দেখতে তাঁর বাড়ীতে ভীড় করে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পিবিএ’কে বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করতে আসেনি।

পিবিএ/পিএমএস/হক

আরও পড়ুন...