পিবিএ, রাজশাহী: “মাদক কে না বলুন, সাইকেল চালান, সুস্থ থাকুন” এই শ্লোগানে দুই মাসে প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাদেশের যুবক মো. রবিউল ইসলাম রাজশাহী থেকে পৃথিবীর সর্বোচ্চ সড়ক পথে “মিশন কাশ্মীর সাইকেল একি্রাপোডিশন” শুরু করবে।
রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই যাত্রার বিস্তারিত তুলে ধরেন। সাইকেলিস্ট মো. রবিউল ইসলাম বলেন, একজন সাইকেলিস্টের ব্যক্তিগত স্বপ্ন পুরণের পাশাপাশি সেখানে আমার দেশকে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য। আমার এই সাইকেল এক্সিপেডিশনে বাংলাদেশের স্বনামধন্য বাইসাইকেল কোম্পানী আর,এফ,এল গ্রুপের দুরন্ত বাইসাইকেল স্পন্সার হয়ে সার্বিক সহযোগিতা করছে।
সাইকেলিস্ট রাজশাহী থেকে যাত্রা শুরু করে কলকাতা হয়ে পর্যায়ক্রমে ভারতের বর্ধমান, আসানসোল, ধানবাদ, আওরাঙ্গাবাদ, বেনারাস, ফতেপুর, কানপুর, আগ্রা, আলীগড়, দিল্লী, চন্ডিগড়, শিমলা, মানালী, লেহ হয়ে খারদুংলায় যাত্রা শেষ করবেন।
আগামীকাল ১৭ জুন ২০১৯ সকাল ১১টায় রাজশাহী নগর ভবন থেকে যাত্রা শুরু করবেন তিনি। রাজশাহী সিটি করর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তারিক সাইফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
পিবিএ/ওআই/হক