হংকং বিমানবন্দর স্বাভাবিক…

পিবিএ ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর সংঘর্ষের পর অবশেষে স্বাভাবিক হয়েছে হংকং বিমানবন্দরের কার্যক্রম।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছেড়ে যেতে দেখা গেছে।

তবে, সহিংস বিক্ষোভের কারণে মঙ্গলবার শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় এখনও বিলম্বিত কিংবা বাতিল হচ্ছে বেশ কিছু ফ্লাইট।

এদিকে, বিক্ষোভ দমনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর এলাকা এবং এর অভ্যন্তরে যাত্রী ছাড়া সাধারণ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিমানবন্দরে চলমান অচলাবস্থার মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন স্থানীয় সময় সন্ধ্যায়, আহত একজনকে চিকিৎসার জন্য বিমানবন্দরের প্রধান টার্মিনালে নিয়ে যাওয়া হলে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

এদিকে, বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগের বিষয়ে হংকং প্রশাসনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...