হকারদের রাস্তা বন্ধ করে প্রতিবাদ, প্রেসক্লাবের আশপাশে তীব্র যানজট

পিবিএ, ঢাকা: পুনর্বাসন না করে উচ্ছেদ করায় রাস্তা বন্ধ করে প্রতিবাদ করছেন হকাররা। আজ বেলা ১২টার পর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ প্রতিবাদ করছে বাংলাদেশ হর্কাস ইউনিয়ন।

হকার
হকাদের প্রতিবাদ

প্রতিবাদ সমাবেশে হকারদের পক্ষ থেকে জানানো হয়, পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। একইসঙ্গে হকারদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া প্রতিবাদ সমাবেশে জীবিকা সুরক্ষা আইন পাস করার দাবি জানান তারা।

হকার নেতারা বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা বাসস্থান এ পাঁচটি মৌলিক চাহিদা পূণর করা রাষ্ট্রের দায়িত্ব। যদি এটি পূরণ করতে না পারেন তাহলে হকার উচ্ছেদ করা যাবে না। এদিকে রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশের কারণে প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

হকারদের সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ হর্কাস ইউনিয়নের উপদেষ্টা মনজুরুল আহসান খান, সংগঠনের সভাপতি আবুল হাশেম দবীরসহ রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image