পিবিএ ঢাকা: হজক্যাম্পে হজযাত্রীদের উপর ফগার দিয়ে ওষুধ ছিটানো মশা নিধনকর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তাতে দেখা যায়, একজন মশক নিধনকর্মী ফগার হাতে দ্রুত ধোঁয়া উড়িয়ে যাচ্ছেন। সেখানে বসে থাকা মানুষের উপরও তা স্প্রে করা হচ্ছে, যা যে কোনো মানুষের জন্যও ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
গতকাল সোমবার উত্তর সিটি করপোরেশনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এক পোস্টে লেখা হয়, ‘গত ৩ আগস্ট আশকোনা হজ্জ ক্যাম্পে সম্মানিত হজ্জ যাত্রীদের প্রতি দৃষ্টি না রেখে অবিবেচকের মতো মশার ওষুধ ছিটানোর অপরাধে মশক নিধন কর্মী মো. হুমায়ন কবিরকে বরখাস্ত করা হয়েছে।’
গত ৩ আগস্ট মশার ওষুধ ছিটানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায়, আশকোনা হজ ক্যাম্পের ভেতরে একজন মশক নিধনকর্মী ফগার হাতে মশার ওষুধ ছিটাচ্ছেন। সেখানে বসে থাকা হজযাত্রীদের ওপরও তা স্প্রে করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই মশার ওষুধ মানুষের শরীরের জন্য ক্ষতিকর।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সাংবাদিকদের জানান, ঘটনাটি মেয়র আতিকুল ইসলামের নজরে আসার পর তিনি ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপরই তাকে বরখাস্ত করা হয়।
পিবিএ/ইকে