হজ্ব ওমরাহ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা মাসায়েল

পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ ওমরাহ ও যিয়ারত সম্পর্কিত মাসআলা মাসায়েল সম্পর্কে গাইডদের মাঝে বই বিতরণের মোড়ক উন্মোচন উপলক্ষে মঙ্গলবার নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আজমল হক।

অধ্যাপক শাহ মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, অ্যাড. সেকেন্দার আজম আনাম, মাওলানা রুহুল আমিন, আব্দুল মোত্তালিব, মো. রেজাউল করিম, মুফতি যোবায়ের আহমদ, সাদেকুল ইসলাম, অ্যাড. আব্দুল ওয়াদুদ, কাজী রেজাউল হাফিজ, মাজেদুল ইসলাম প্রমুখ। শেষে আগামী বছরে হজ্বে গমন ইচ্ছুক ও হজ্ব গাইডদের মধ্যে বই বিতরণ করা হয়।

পিবিএ/স্বজন ইসলাম/বিএইচ

আরও পড়ুন...