পিবিএ,ঢাকা: হজের আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই মাকে নিয়ে দেশে ফিরছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এর আগে, গত ২ আগস্ট একটি বেসরকারী এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য মাকে নিয়ে সৌদি আরব যান তিনি। হজের আগেই মদীনা ঘুরে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বর্তমানে স্ত্রী এবং সন্তান লন্ডনে থাকায় সৌদি থেকে দেশে গিয়ে আগামী ২০ আগস্ট লন্ডন যাবেন সাকিব এবং ২৫ তারিখ দেশে ফিরবেন।
২০১৮ সালে সালে সাকিব হজে যান সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে। ফলে আর ১০ জনের মতো দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি।
এবার মা শিরীন আক্তারকে নিয়ে নিজ খরচে হজে এসে সৌদি আরবে ১৩ দিন অবস্থান করেন সাকিব।
পিবিএ/ইকে