ফেনীতে দগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফি আর নেই

Feni Student DMC life suport-PBA

পিবিএ,ঢামেক:ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মারা যান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন পিবিএকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনীতে দগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফির মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে রাফির স্বজনেরা। ছবি: পিবিএ

প্রসঙ্গত, গত শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়।

ফেনীতে দগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফির মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে রাফির স্বজনেরা। ছবি: পিবিএ

সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

পিবিএ/এফএস

আরও পড়ুন...