হঠাৎ দেখা দু’জনের

ভোটের প্রচারে উত্তরপ্রদেশ চষে বেড়াচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। অন্য পরিচয়ে তারা ভাইবোন।
হঠাৎ দেখা দু’জনের

পিবিএ,ডেস্ক: ভোটের প্রচারে উত্তরপ্রদেশ চষে বেড়াচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। অন্য পরিচয়ে তারা ভাইবোন।

বিমানবন্দরের কর্মীদের আবদারে ছবিও তোলেন নেহেরু-গান্ধী পরিবারের এ দুই সদস্য। রক্ত সম্পর্কের বাইরে তাদের মধ্যে বন্ধুত্বের রসায়নটাও বেশ চমৎকার।

ক্ষণিক সময়ের এ সাক্ষাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে কংগ্রেস সভাপতি বলেন, ‘আপনাদের জানিয়ে রাখি, ভালো ভাই হওয়ার মানে কী!

মানে হল, আমি দীর্ঘ সময়ের বিমানযাত্রা করব, ছোট ছোট হেলিকপ্টারে প্রচারে যাব। তবে আমার বোন, ছোট ছোট দূরত্বের জন্যও বড় বড় হেলিকপ্টার ব্যবহার করবে।

আমি সত্যিই বোনকে ভালোবাসি।’ এ কথার পর প্রিয় ভাইকে জড়িয়ে ধরে হাসি যেন থামছিল না প্রিয়াংকার।

পিবিএ/হাতা

আরও পড়ুন...