কায়সার হামিদ হান্নান ,পিবিএ, মালয়েশিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্ত্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। অনেক অত্যাচার ,নির্যাতন সহ্য করেছে কিন্তু নত হননি কারো কাছে আপোষ করেনি।পৃথিবীর কোনো স্বৈরাচার সরকার অন্যায় করে বেশি দিন টিকতে পারেনি বাংলার মাটিতে এই সরকার কখনো টিকতে থাকতে পারবেন না ।দেশনেত্রীর মুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন একবাক্যে চাচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে বেগম জিয়ার মুক্তিও একই প্রক্রিয়া হবে। তাঁর মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজকে সেটির জন্য প্রস্তুত আছে।’বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র মুক্ত হবে।
গত কাল বুধবার কুয়ালালামপুরের আমপাং দি পালমা হোটেল স্থানীয় সময় সন্ধ্যায় মালয়েশিয়া যুবদল কতৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৪ তম জন্য দিন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
তিনি আরো বলেন ‘মিথ্যা মামলায় কারাগারে আটক দেশনেত্রী বেগম জিয়া গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশনেত্রীর ডাকে সাড়া দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।’ ধর্য্য ধরুন ,হতাশ হবেন না দেশে খালেদা জিয়ার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।
মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের অনুষ্ঠান পরিচালনায় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্ত্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ,সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ ,সহসভাপতি তালহা মাহমুদ ,সহসাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ,অলিউল্লাহ জাহিদ ,সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন ,যুবদলের সিনিয়র সহসভাপতি মঞ্জু খাঁ ,সিঙ্গাপুর যুবদলের নেতা রুবেল পারভেজ প্রমুখ।অনুষ্ঠান শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
পিবিএ/হান্নান/জেডআই