হত্যার পর প্রেমিকার মরদেহ ধর্ষণ; প্রেমিক গ্রেফতার

পিবিএ,নরসিংদী: নরসিংদীর শিবপুরে নিখোঁজের দুই দিন পর সাবিনা আক্তার (২১) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার ঘটনার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-১১। ধর্ষণে বাঁধা দেয়ায় সাবিনাকে প্রথমে শ্বাসরোধে হত্যা করে প্রেমিক সাইফুল। পরে প্রেমিকার মরদেহ ধর্ষণ করে সে।


এ ঘটনায় মঙ্গলবার (১১ জুন) রাতে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামী সাইফুল ইসলাম (২৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। আসামী সাইফুল শিবপুর উপজেলার দুলালপুর খালপাড় গ্রামের মৃত. হানিফ ফকিরের ছেলে।
বুধবার (১২ জুন) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী শামসের উদ্দিন জানান, নিখোঁজের দুইদিন পর ৮ জুন শিবপুরের কাজীর চর গ্রামের একটি কলা ক্ষেত থেকে একই উপজেলার মাছিমপুর মধ্যপাড়া গ্রামের মিলন মিয়ার মেয়ে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত সাবিনার মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাবিনার প্রেমিক সাইফুলকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে তার দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে নিহত সাবিনার ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও শ্বাসরোধে ব্যবহৃত শার্ট উদ্ধার করা হয়। গত ৬জুন রাতে কৌশলে কলাবাগানে নেয়ার পর সেখানে ধর্ষণে বাঁধা দেয়ায় নিজের শার্ট গলায় প্যাঁচিয়ে সাবিনাকে হত্যার পর তার মরদেহ ধর্ষণ করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামী সাইফুল।

পিবিএ/কেএস/হক

আরও পড়ুন...