হত্যা ও লাশ গুম, ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন:- লিয়ন (৩২), মো. বোরহান (২১), মো. শাওন বেপারী (২২), মোসা. পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো. আল আমিন সর্দার (৩৮)। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ, একটি অটোরিকশা বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।

তিনি জানান, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাট এলাকার সংলগ্ন খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা পুরুষের (৫১) লাশ পাওয়া যায়। পরবর্তীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর ভিকটিমের পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। এ চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সংঘবদ্ধভাবে অটোরিকশা চালককে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে হত্যা করার পর লাশ নদীতে ফেলে দেওয়াসহ অটোরিকশা ছিনতায়ের সঙ্গে সরাসরি জড়িত।

এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন...