হত্যা চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে গুলি ও দলীয় নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হত্যার চেষ্টা
রফিকুল ইসলাম মিলন

জানা গেছে, জিরতলী বাজার ইজারা নিয়ে স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন এর লোকজনের সাথে বিরোধ ছিলো। এর জের ধরে চেয়ারম্যান মিলন বুধবার রাতে প্রকাশ্যে গুলি ছুঁড়ে ভয়-ভীতি প্রদর্শন করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানসহ তার লোকজন দেলোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় রাতে আহত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে মিলনকে ১নং আসামী করে থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার ভোরে মিলন চেয়ারম্যানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনাচর্জ(ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, আওয়ামীলীগ নেতা মিলন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার পর উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাই। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিবিএ/ইএনই/আরআই

আরও পড়ুন...