পিবিএ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় সদ্য সাবেক মেয়র আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেতা আঞ্জুমান আরা বেগম বন্যাকে পঞ্চগড় জেলার বোদা এলাকায় আত্মীয়ের বাসা থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা থানার এক এলাকা থেকে ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র বন্যাকে গ্রেফতার করা হয়।এরপর সেনাবাহিনী ও পুলিশ পাহারায় তাকে ঠাকুরগাঁও সদর থানায় স্থানান্তর করা হয়েছে।
বন্যার স্বামী সামসুজ্জোহা বলেন, বন্যা অসুস্থ। আগে কোনো মামলার আসামি ছিলেন বলে তার জানা নেই। তিনি যেন আইনগতভাবে সুবিচার পান এটাই তার পরিবার আশা করে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের জাকির হোসেনের করা ২১ আগস্টের একটা হত্যা মামলায় (মামলা নম্বর ১৮/২০২৪) তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে নেওয়া হয়েছে।