হন্ডুরাসে ফুটবল ম্যাচ চলাকালীন সমর্থকদের দাঙ্গায় নিহত ৩

পিবিএ ডেস্ক: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে ফুটবল মাঠে দাঙ্গায় তিনজন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে আছেন সেল্টিকের সাবেক খেলোয়াড় এমিলিও ইজাগুইররে।

রোববার তেগুচিগাল্পায় অলিম্পিয়া ও মোটাগুয়া নামের দুদলের খেলা চলার সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থকরা। মারামারির একপর্যায়ে গোলাগুলি হয়েছে বলেও বিবিসিকে নিশ্চিত করেছে হন্ডুরাস পুলিশ।

সংঘর্ষ থামাতে মাঠে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে পুলিশকে। মাঠের খেলোয়াড়দের দিকে কাঁচের বোতল থেকে শুরু করে নানারকম ধাতব বস্তুও ছুঁড়ে মেরেছে উগ্র সমর্থকরা। কাঁচের আঘাতে এমিলিওর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়।

মারামারির কারণে আপাতত সূচির নির্ধারিত খেলা বন্ধ রাখা হয়েছে। সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...