হবিগঞ্জে বিষ পানে গৃহবধূর আত্মহত্যা

পিবিএ,হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের নাসির মিয়ার স্ত্রী ইদুর নিধনের ঔষুধ (বুলেট) খেয়ে আত্মহত্যা করেছেন রাহেলা বেগম (৫০) নামের ৫ সন্তানের জননী। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হবিগঞ্জে বিষ পানে গৃহবধূর আত্মহত্যাপরিবার সূএে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাহেলার সাথে তার স্বামীর প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে রাত দেড়টার দিকে পরিবারের অগোচরে ইদুর নিধনের ওষুধ (বুলেট) সেবন করে ছটফট করতে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিংসক ডা: হায়দার আলী খন্দকার রুহেনা বেগমকে মৃত ঘোষণা করেছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জিয়াউর রহমান পিবিএকে জানান, পুলিশ মৃরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

পিবিএ/এনআই/আরআই

আরও পড়ুন...