হবিগঞ্জে বড় ভাইকে খুন করল ছোট ভাই

Khun

পিবিএ,হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ছোট ভাইয়ের ফিকলের আঘাতে নিহত হলেন বড় ভাই।

জানা গেছে, বুধবার সকালে ১১টায় উঠানে মাটি ফেলানোকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছোট ছেলে বাচ্চু মিয়ার বাকবিতন্ডা হয়। এ ঘটনায় বড়ভাই প্রতিবাদ করলে বাচ্চু মিয়া তার বড় ভাই এরশাদ আলীকে হাতে থাকা ফিকল দিয়ে আঘাত করেন। এতে এরশাদ আলী (৫০) গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে কতর্ব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ মিয়ার বড় ছেলে এরশাদ আলী দীর্ঘদিন ব্রুনাই ও ছোট ছেলে বাচ্চু মিয়া সৌদি থাকত। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত দুই ভায়ের মধ্যে বিরোধ চলছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্ত শেষে সিলেট থেকে লাশ নিয়ে আসা হয়েছে।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি প্রক্রিয়াধীন আছে। এ ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...